Friday, March 7, 2008

প্যালারামের ছড়া

ডায়মন হারবারে ছিল তার আস্তানা
বেগুনের কারবারে চূড়ান্ত নাস্তানা-
বুদ হয়ে ভেবেছিল এ লাইনে আর না --
মনে তবু জোর ছিল, কিছুতেই হার না
মেনে তাই ঠিক করে শাস্ত্রীয় বিধিতে
সংগীত শিখে নেবে। তার জেদাজিদিতে
সাবির আলি খাবি খান, বেনারস ঘরানা --
দুবেলা তালিম দেন সাপাট ও তরানা।
এভাবে ব্যাখ্যা করা, যদিও তা অনুচিত,
শিষ্যের গানে নাকি ক্ষত হয় ঠিক হৃৎ-
পিণ্ডের মাঝখানে, তারপর কি হল?
ওই যা যা হতে হয়, দুয়ো দুয়ো ছি হল।
বুকে নিয়ে অভিমান চলে আসে পানামা,
পুলিসের সাথে চলে কিছুদিন কানামা-
ছি এবং লুকোচুরি খেলাধুলো, তারপর
তার নানা দক্ষতা দেখেশুনে যারপর-
নাই খুশি হন যত আরক্ষা-কর্তা,
বেশি কিছু শাস্তি না, দু-চারটে চড়-থাপ্-
পড় দিয়ে পাঠালেন সংশোধনাগারে,
সেখানে শেখালো গান সা নি ধা পা মা গা রে।
কালোয়াতি সে গানের ভেবে দ্যাখো মহিমা,
পালোয়ান যত ছিল, কোরিয়া টু কোহিমা
সব্বাই কাত্ হল, মাত ছেলেছোকরা
শিশু বুড়ো মহিলা ও অসুস্থ লোকরা।
গানের থেরাপি দিয়ে রোগ দূরে ঠ্যালে সে
ডলারে ভিজিট নেয়, বসবাস প্যালেসে।
বিদেশে খ্যাতি না পেলে তোমরা তো মান দাও
না, -- এখন বসে বুড়ো আঙ্গুলে শান দাও...

No comments: