Friday, March 7, 2008

আছে দুঃখ

বাঁধাইএর গোলমালে লোকটার জীবনের শেষপাতা
পথ ভুলে ঢুকে যায় মাঝামাঝি স্থানে--

আবছা আকাশ এসে কোণায় দাঁড়ায়
চোখে মুখে উদাসীন চুলে বিলি কাটে হা হা দিন
বাতাসের, বাবা মা-র, প্রিয় স্বজনের...
স্থির বুকে পকেটে বোতামে
মাথা গুঁজে ঠাঁই নেয় গ্রহণের রঙ।

পড়ে থাকে খালপাড়, চেনা সাঁকো
আরো দূরে শালবন, লাল মেঠোপথ
জীর্ণ আঁচলে দাগ তেল হলুদের
শ্রাবণী সবুজ কিছু, ভুল পরমাদ

অনন্ত শান্তির কথা জেগে থাকে গানে

তিরিশের শেষাশেষি হতভাগা জিতে নেয় ভাগ্যের
খেলা সুপার লোটোতে তার মিলে গেছে
যৌবন রাশিমালা, অপার অগাধ।

No comments: