Friday, March 7, 2008

প্যালারামের বাজে ছড়া

হুসেন শাহের পাকাদেখা বেলা তিন ঘটিকায়, গৌড়ে
পেশোয়ার থেকে মেসো আর মাসি আসিলেন তাই দৌড়ে
মেয়ে সুন্দরী অতি শিক্ষিতা
কোরান হাদিশ ভগবৎ গীতা
সবই নাকি তাঁর ঠোঁটের আগায়, তবু বিয়ে গেল ভেস্তে,
পুরোহিত তবে কেন বলেছিল, এমন যুগল বেহেস্তে
মেলেনা দুখানি? সব ফাঁকা বুলি --
হুসেনের হৃদি আকুলিবিকুলি,
ঘটি বাটি হাঁড়ি জালা আলমারি ভরে ভরে রাখে দুঃখ,
বিয়ে ভাঙিবার কারণটি অতি সুগভীর আর সূক্ষ্ম।
পাড়া গাঁয়ে যার শ্বশুরের ভিটা,
আধুনিকা বধূ আলফা ও বিটা
জানে কি সে গাঁ-র? লোকে বলবে না এ কেমন ধারা বউ রে?
গ্রামাটিকালি যে রং এই বউ, এ যে নিতান্ত শহুরে।

No comments: