Friday, March 7, 2008

দেরী নেই

প্রতিদিনের কাটাছেঁড়া ওঠাপড়া মান অভিমান
গায়ে লাগে বড্ড বেশি,
বোরোলীনে সারায় না সব।
দূরে দূরেই বসত গড়ি তার চে--

মধ্যে থাকুন শহরতলি, ভাগীরথীর নরম পলি
শালবন আর চার্চের গেট, হাজার রকম এটা সেটা
মোদ্দা কথা, দূরত্বটা এমন হবে,
ডাকলে যেন প্রতিধ্বনি সাড়া না দেয়।

তাই বলে কি ছুটিছাটায় থাকতে হবে অসাক্ষাতে?
কোনোদিনই আমার ছুটি তার ছুটিতে ভাব হবেনা?
পুজোয় না হোক, বড়দিনে?

তাতেও যদি বিঘ্নবিপদ, মনে মনে সান্ত্বনা থাক,
চালাঘরে সন্ধ্যামণি ফুটবে ঠিকই
চার পাঁচমাস ব্যবধানে,
অদর্শনের যন্ত্রণাটা আরো কিছু প্রবলা হোক,
ছলছুতোতে জড়িয়ে যাব আসছে বছর মার্চে।

No comments: