দিন গেল গো দয়াময়ী, আরেকটা দিন বৃথাই গেল,
দীন তো তোমার দেখা পেল না
এখন তবে ব্যাপ্ত ঘাসে (ঘাস তো তোমার শাড়ির আঁচল)
রগড়িয়ে মুখ কাঁদব দেখো উথালপাথাল
তোমার বুকে লুকিয়ে রাখা আঁধারকোটর--
কেমন করে বুঝব বলো?
সুদূর ফুলের গন্ধ ভেবে ডুব দিয়েছি
কুঠিবাড়ির একলা ছাদে সন্ধেবেলা
দেবী তোমার দীঘল চোখে সজল ছায়া ঘনিয়েছিল
ছড়িয়েছিল ধ্যানের মাঠে।
সেই তো আমার মন্ত্র আমার প্রার্থনা আর নিত্যপূজা
ওই যে দ্যাখো দাক্ষায়ণীর নৌকো ভাসে
মাস্তুলে তার কাশের চামর
উপাসকের ভুল হয়ে যায় --
কোনটা যে মা, কে প্রতিমা, ভালবাসা বিশ্বরূপা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment