Friday, March 7, 2008

প্যারডি

আমি রিক্সা চেপে ফিরতেছিলেম আপিস কেটে বাড়ি
তুমি তখন তোমার কার-এ, দুরন্ত লাক্সারী।
ঈর্ষা যেন অগ্নিসম জ্বলতেছিল বক্ষে মম
কী জমকালো পোশাক তোমার, কী যম-কালো রং
প্রথম দেখায় ভেবেছিলেম যাত্রাপাড়ার সং

ধনী বাপের কন্যা তুমি ভেবেছিলেম ঠিকই
সাধারণে পায়না ছুঁতে তোমার চুলের টিকি
যাহার এমন ধনের বাহার, মাতৃভাষা বাংলা তাহার?
মনে মনে ভাবি এসব কল্পনা জাল বুনি
ভাষার পরিবর্তে শুধু হাসির লহর শুনি

দেখি সহসা কার থেমে গেল এসে আমার কাছে
দরজা খুলে নেমে এলে হিরোইনের ধাঁচে
পার্লারিত চারুকলা মাথা থেকে পায়ের তলা
হেনকালে বিনা মেঘে হল বজ্রপাত
'আমায় বিয়ে করো' বলে বাড়িয়ে দিলে হাত

মরি এ কী কথা রাজেন্দ্রাণী, "আমায় করো বিয়ে'
শুনে ক্ষণকালের তরে উঠি শিরশিরিয়ে
মধুর ভাষণ এমনতর লাগল কানে কী সুন্দর
মার্জারের ললাট পরে ছিঁড়ল তবে শিকে?
পুলিস ভুলে বক্ষে তুলে নিলাম বধূটিকে।

যবে পাত্রীখানি ঘরে এনে উজাড় করি এ কী
সুধামুখীর বচন তো নয়, সাপের ফণা দেখি
স্বপ্ন দেখি যাকে ঘিরে, সর্প হয়ে এল কি রে?
তখন ভাসি চোখের জলে দুটি নয়ন ভরে
তোমায় কেন নিইনি আমি আগেই পরখ করে!

No comments: