অনুপম বিকেলগুলি সযত্নে রেখেছি কল্যাণী
কি জানি, যদি দরকারে লাগে কোনোদিন,
কোনোদিন যদি শখ হয়
ধ্বংসস্তূপ থেকে খুঁজে নিতে স্থলপদ্ম, প্রশস্তি-শিলা!
কখনো চাইনি সুবিচার, স্বীকৃতি।
চাইনি নিঝুম চোখের ইঙ্গিত অভিমান-সুখ --
কেন যে চাইনি সেই বড় জিজ্ঞাসা।
ফেলে আসা বৃষ্টিদিন আর কথোপকথনের গুরুভার,
অমন পালক শরীরে সামলাবে কি করে, তাই ভাবি --
পরিস্রুত মেলানকলি, যা আছে তোমার,
আঁচলের গিঁট খুলে তুলে দিও আমার স্নায়ুতে।
ভিক্ষা না দাও চিরায়ুষ্মতী, খুঁজে নিতে অধিকার দিও,
আমার বাগানে ভোরের টগরে তোমাকে অভাবনীয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment