Thursday, March 6, 2008

অনৈতিহাসিক

মহান গ্রীসে সেকেন্দারের পিতা শ্রীমান ফিলিপ-ই
ব্যস্ত হলেন দেখে ছেলের হস্ত ও বিধিলিপি
বললে, 'মানিক, ও খোকা রে
খানিক শিখো কী প্রকারে
শিখ্রা বানায় শিক কাবাব আর রাবড়ি মালাই জিলিপি।'

কজন খেলেন মাটন কষা এবং খেতে পাননি কে
পশ্ল কানে এসব হিসেব, বসল পুরু আহ্নিকে।
পুজোর আগে পারণ থাকে
খাদ্যগ্রহণ বারণ থাকে
বাজে হলেও নিয়মটাকে করবেন অমান্যি কে?

No comments: