তারপর কত সূর্য দিগন্ত পার হল,
কতবার গলিত জোছনাধারা ভিজিয়ে দিল
চোখের পাতা মেঘের বালিশ...
সারারাত্তির কত তুষের দাহন,
বিরহী দিনের অগুরুগন্ধ খুঁজে
দিশেহারা দিন গেল কত রাজর্ষির--
শিল্পী সামান্য লোক, গরিব ও কুঁড়ে
রক্তিম মন্ত্রের সারি অকারণ ছিল তার প্রতীক্ষায়,
প্রসাদী ফুল চন্দন, লাল চেলির আশ্চর্য সুঘ্রাণ,
সময়োচিত নহবত সানাই --
উন্মোচিত হবার গাঢ় কোনো আকাঙ্ক্ষায়
অস্ফুটে স্থির ছিল, চিত্রার্পিত--
ছবিটাই শেষ হলনা শুধু
কিংবা বদলে গেল ক্যানভাস, রঙ তুলি চারকোল
ভাসান হয়ে গেল প্রতিমা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment