Friday, March 7, 2008

উৎকোচ

বাপের বাড়ির কলতলাতে প্যাচাল পাড়েন মা দুর্গা
পাশেই দ্যাখো কাঁদছে গণেশ, এক্কেবারে আদুড় গা।
'আচ্ছা জ্বালা, হ'লটা কী, হোয়াই আর ইয়ু ক্রাইং সো?'
'আজ বিকেলে প্রেক্ষাগৃহে যোগেশ বাবুর মাইম শো।
টিকিট মোটে একখানা, তাও সরস্বতীর দখলে
কলম দেবার লোভ দেখালাম, এত্তগুলো চকোলেট --
তাও দিলনা, উলটে বরং খাগের কলম উঁচিয়ে
আচ্ছা করে দিল আমার নরম শুঁড়ে খুঁচিয়ে--'
'বাপের কাছে যা না কেন, কোথায় তিনি কী কচ্ছেন?'
'পাশ বালিশে হেলান দিয়ে কলকে হাতে ঝিমোচ্ছেন--
ড্রাগ কন্ট্রোল আপিসগুলো এক্কেবারে অকর্মা,
কাজের বেলা ঘোড়ার ডিম, আর মুখে বকরবকর, মা--'
'দেখছ ছেলের কাণ্ডখানা, বাপরে কী বাড়বাড়ন্ত,
বাপের নেশায় হাত দিতে চায়? সংবিধানে বারণ তো!!
আচ্ছা, আমার ব্রাউন ব্যাগে দ্যাখ যে সেকেণ্ড চেইন,
তারি মধ্যে আছে একটা টিকিট, বোধহয় কম্প্লিমেনটারি।
দু'শ' টাকা সঙ্গে রাখিস, ট্যাক্সি নেবে সন্দ নেই,
ইঁদুর নিয়ে ঢোকা এখন স্ট্রিক্টলি বারণ নন্দনে

No comments: