কত দূর সন্ধ্যায় একা আছো রহস্যময়ী
একবার পূর্ণ হয়ে দেখা দাও,
কাছে এসো দুটো চারটে যা হোক,
কথা বলো জানো তো সবই...
কাজে নিষ্পেষিত হতে হতে ভাবি
কাল ঠিক খোলা যাবে তোমার চিঠির খাম
কাল ঠিক জেনে নেবো নির্দেশাবলী
অবশ্যপালনীয় আর কী কী আছে।
পুজোর পলাশফুল কোন বই-এ রাখা আছে
খুঁজে দিতে হবে?
ভয় হয় জানো...
তোমার অক্ষর তো, অভিমানী তোমার মতোই--
খুলে যদি দেখি-- ওরাও করেছে আড়ি,
সাদা পাতা ফেলে রেখে
তোমার কাছেই যদি ফিরে গিয়ে থাকে...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment