Friday, March 7, 2008

এপিটাফ

নিষ্ঠায় বিশ্বাসে বরাবরই দু-
রন্তকে দেওয়া হত দায়িত্ব সু-
পরিকল্পিতভাবে। তার যত খু-
ড়ো এবং জ্যাঠা আছে, তাহাদের মু-
খ চেয়ে সটান যেত চক্রের ব্যূ-
হে; সেথা সপ্তরথী, সুভদ্রা পু-
ত্র যে একা প্রাণপণ; বালিকাবধূ
ঘরে আছে একাকিনী, আহা বাছা উ-
ত্তরা, তুই ঢেকে রাখ যাবতীয় কু-
নজরের কোপ থেকে আর এই ঘু-
ণ ধরা সমাজ থেকে, তাহলেই বু-
ঝবি যে শান্তি পেল অভিমন্যু।

No comments: