সেদিন যখন জারবেরা আর
আরো কিসব মেমসাহেবী
রঙিন ফুলের নাম বলেছ
মনে মনে আঁতকে উঠে ইষ্টদেবের নাম নিয়েছি
ওসব আমি সাতজন্মেও দেখিনি তো
হ্যাঁগো ওসব বানিয়ে তোলা ফিতে-কুসুম
নয়তো আবার ?
দু চারখানা লঙ্কাজবা , কুন্দ-বকুল ,
এই তো আমার সাধ্য জানি -
বিলেত ফেরত তোমার ফুলের তো অনেক ,
ভয় পেয়েছি ।
এই বাগানে রূপ বেশী নেই , গন্ধ কেবল ।
কিং সলোমন , কোথায় তুমি
মূল্যায়নের মাপকাঠিটা হারাওনি তো ?
অবসাদের দিনগুলোতে ভরসা দিও
রূপকে কিছু অরূপ দিও , গন্ধ নিও ।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment