রঞ্জনা , আর পাশাপাশি থাকা নেই
নদীটিও বাঁক নিয়েছে নতুন দিকে
কবিতা তো আজ গুঁড়ো গুঁড়ো কল্পনা
পাগলি মেয়েটা , তুইও আজ কত দূর
তোমার ছাদে তো দখিন হাওয়ারা আজও
ছুটোছুটি করে , ছুঁয়ে দিয়ে যায় চুল
এখানে কদম মোটেই ফোটে না জানো
বর্ষায় শুধু ঘোলা জল , পাঁক কাদা ।
তোমার সাথে তো চুক্তি ছিলনা কোনো
তবুও যখন অকারণে মনে পড়ো ,
তুর্কি তরুণ জোড়ে ও ঝালায় বাজে
রাতে আকাশে শুধু সুর আনাগোনা
ওখানে কি কোনো জনপদ-টদ আছে?
অপেক্ষা শেষ , আমারো সময় হল ,
অঞ্জনা নেই , বৈতরণী তো আছে
দর্শনটুকু দিও কোজাগরী আলো ।
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
আপনার কবিতা চমৎকার লাগলো। হঠাৎই 'এক গাঁয়ে' নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এই ব্লগ পেয়ে গেলাম। আপনার ছন্দের বাধন অসাধারণ। কিন্তু ২০০৮ এর পর আর কোনো পোস্ট নেই দেখছি। :-(
Post a Comment