Tuesday, April 1, 2008

আমাদের সেই তাহার নামটি

রঞ্জনা , আর পাশাপাশি থাকা নেই
নদীটিও বাঁক নিয়েছে নতুন দিকে
কবিতা তো আজ গুঁড়ো গুঁড়ো কল্পনা
পাগলি মেয়েটা , তুইও আজ কত দূর

তোমার ছাদে তো দখিন হাওয়ারা আজও
ছুটোছুটি করে , ছুঁয়ে দিয়ে যায় চুল
এখানে কদম মোটেই ফোটে না জানো
বর্ষায় শুধু ঘোলা জল , পাঁক কাদা ।

তোমার সাথে তো চুক্তি ছিলনা কোনো
তবুও যখন অকারণে মনে পড়ো ,
তুর্কি তরুণ জোড়ে ও ঝালায় বাজে
রাতে আকাশে শুধু সুর আনাগোনা

ওখানে কি কোনো জনপদ-টদ আছে?
অপেক্ষা শেষ , আমারো সময় হল ,
অঞ্জনা নেই , বৈতরণী তো আছে
দর্শনটুকু দিও কোজাগরী আলো ।

2 comments:

Blog of Rajib Goswami said...
This comment has been removed by the author.
Blog of Rajib Goswami said...

আপনার কবিতা চমৎকার লাগলো। হঠাৎই 'এক গাঁয়ে' নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে এই ব্লগ পেয়ে গেলাম। আপনার ছন্দের বাধন অসাধারণ। কিন্তু ২০০৮ এর পর আর কোনো পোস্ট নেই দেখছি। :-(