Tuesday, April 1, 2008

আবার একলা রাত

আকাশপারে সেনাশিবির ছাউনি দেখেছি

মধ্যরাতের ঝড়ের ধুলো
যখন আমার শয্যা ছুঁলো
তোর মুকুটে অন্য পালক কী রং মেখেছিস !!

বিভ্রমে না মতিভ্রমে অবাক থেকেছি

ফিরতে কি আর পারব সমে
রোজ বিকেলে সন্ধ্যাগমে
নিরক্ষীয় অঞ্চলে তাই বৃষ্টি এঁকেছি
আসার আগে সাদা গোলাপ সাজিয়ে রেখেছি ।

No comments: