মাঠ ভরে ছিল সন্ধের তিলফুলে
বিদ্যুৎবাহী তারে
দুটো মৃতদেহ নিজেদের ঢেকে নিলো
পশম অন্ধকারে
যুবকটি ঋজু , সরল গাছের মতো
শ্রমিক অভ্রখনির
মেয়েটি জাতিতে হাসি খুশি হিন্দোলা
অটুট আকাশমণি
কাল ভোরে হবে গুঞ্জনবেলা শুরু
আশপাশ অঞ্চলে
কথাহীন ওরা জড়াজড়ি পড়ে থাকে
অখন্ডমন্ডলে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment