Tuesday, May 20, 2008

শকুন্তলা

জন্মদিনে এমন কিছু পাবো ,যাতে আমি খুশিতে উচ্ছল
লাট্টু-ঘোরা ছেলেমানুষ দিন
হাত বাড়ালেই নাগাল পেতে পারি ....

ভাবতে ভাবতে এমনধারার কথা - হাজার বছর পেরিয়ে
গেছে কবে - কোন কালে যে জন্মেছিলাম আমি ,
বর্ষা ছিল , নাকি ফাগুন হাওয়া - প্রাগৈতিহাস হলদেটে সব দিন
তুচ্ছ এখন , ভীষণ অদরকারী ।

বিগত দিন- জমানো অস্তিভার ; অবিশ্বাসের , কিছু বা প্রতীক্ষার
এক ফুঁয়ে সব উড়িয়ে দিও তুমি
অনেক দূরের - দূর আকাশের গায়

বশিষ্ট আর অত্রি অঙ্গিরাকে স্পর্শ ক'রে উত্তরাকাশ আরো
সরলরেখায় ধ্রুব আছেন স্থির ,
সেইখানে তো অনন্ত ব্ল্যাকবোর্ড - পারলে তোমার ভালবাসার কথা ,
দু- চার কলম খোদাই ক'রে দিও , কফির কাপে বিমর্ষ সন্ধ্যায় ।

ঢেউ নেমেছে দু'গাল গড়িয়ে , হয়তো সেসব স্বপ্ন ভাঙা ঢেউ -
মিথ্যে স্বর্গ গড়তে চাওয়ার ,
গলিতসুখ অন্তমিলন পয়ার-টয়ার হবে

রোদ উঠেছে তোমার উপবনে ? এখানে আজ নিরাবয়ব দিন ,
দুপুর - বিকেল বৃষ্টি ধুয়ে গেছে , - পিতৃগৃহে শকুন্তলার শাড়ি
ভিজছে তুমুল প্রবল বরিষণে ,
অন্যমনা মগ্ন আছেন , ভুলতে চেয়ে ব্যস্ত আছেন ,
কালিদাসের নতুন লেখায় , কুমারসম্ভবে ।

No comments: