জানলা দুটো সুদক্ষিণা খোলাই ছিল
সেই সুযোগে দমকা হাওয়া কালবোশেখির
অনধিকার থিরবিজুরির গৃহপ্রবেশ ,
ওলোটপালোট ধুলোর স্নানে চুলের স্তবক
হার মানা হার দিতেই হল তোমার গলে
মরা নদীর স্রোত বয়ে যায় উঠোন জুড়ে
উদ্দামতা থামলে পড়ে সোঁদা বাতাস
হারিয়ে যাওয়া জলছবিদের কুড়িয়ে ফেরে
একটা দুটো সন্ধ্যাতারা দেওয়াল খোঁজে
ফুটবে কোথায় ? আকাশ তখন শান্তি হয়ে
বাড়িয়ে দুহাত সুদূরপ্রসার আমার ঘরে
ছোয়াঁছুঁয়ি খেলতে চাওয়া মেঘগুলোকে
( বিস্মিত হই ) , তবু কেমন ধরতে পারি
বাদলসুরে দেবব্রতের দূরাগত স্বর্ণধারায়
যেমন করে গাইছে আকাশ সঙ্গে তারি
বেসুর মেলাই । রাংচিতে আর কলমিলতার
বেড়ায় তখন পারিজাতের অমল সুবাস
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment