Friday, May 23, 2008

বাউল

এখনো সে বেঁচেই আছে পরলোকে যায়নি
সর্বদা মন নেচেই আছে, কিছুই তো হারায়নি
মাঝে মাঝে এদিক ওদিক
বনপাহাড়ি চাঁদের নদীর
ঢেউ কুড়িয়ে দিন কেটেছে, পিছনে তাকায়নি

শেষে যখন মনে হল কিচ্ছুটি বাদ যায়নি
ইচ্ছেমতো পাওনাতে কেউ গোলমাল বাধায়নি
ভেঙে গেল ভুলের বোঝা
সব পাওয়া কি এতই সোজা
রূপ-শালিকে ধান খেয়েছে, অরূপরতন পায়নি

জীবনচর্যা


ঝিকমিক পিকনিক


জলকে নেমেছি


লঘু-ক্রিয়া


টুকি


ঋণ